হোম > জাতীয়

ইসির আপিল শুনানিতে হট্টগোল

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিকালে হট্টগোলের চিত্র। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকালে হট্টগোল হয়েছে। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এই হট্টগোল হয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা চলাকালে আপিল শুনানি দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দেয় কমিশন। সিইসির নেতৃত্বে পুরো কমিশন আসন ছাড়ার পর মঞ্চের সামনে আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন।

এ জটলার মধ্যে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বিরোধীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের শুনানিতে অংশ নিতে ইসিতে উপস্থিত ছিলেন। এ সময় অন্য বিষয়ে আপিলের শুনানির জন্য অডিটোরিয়ামে উপস্থিত কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) আব্দুল মিন্টুর ক্ষোভ প্রকাশ নিয়ে আপত্তি তোলেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। আব্দুল আউয়াল মিন্টুকে আইনজীবীরা সরিয়ে নেন এবং তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আবদুল্লাহকে শান্ত করার চেষ্টা করেন।

এদিকে বিরতির পর শুনানি শুরু হলে হাসনাত কমিশনের কাছে ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করেন, বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষা গালিগালাজ করেছেন। বল প্রয়োগেরও চেষ্টা করেন। এ সময় এনসিপির এই নেতা ইসির কাছে রুলিং দাবি করেন। একই সময় অপর এক আইনজীবী কিশোরগঞ্জের একটি আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা গতকাল শুক্রবার শুনানি শেষে নির্বাচন ভবনের সামনে তার ক্লায়েন্টকে মারধরের অভিযোগ আনেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এটাকে আমরা অনাকাঙ্ক্ষিত বলি। আশা করছি, কেউ আর এ ধরনের ঘটনা ঘটাবেন না। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নির্বাচনি তদন্ত কমিটির কাছে অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

পুরান ঢাকায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

হ্যাঁ ভোটের প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই

সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

গত ১৫ বছরে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

ডিসি-ইউএনওদের হ্যাঁ ভোটের পক্ষে কাজ করার আহ্বান আলী রীয়াজের

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: আদিলুর রহমান খান

পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি

সারা দেশে ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক মোতায়েন ইইউর

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে