ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন
ইসলামে প্রায় এক হাজার বছর ধরে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো। কিন্তু ব্রিটিশ ও মুঘল আমলে এসে তা ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে সমাজে জাকাতের গুরুত্ব অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম জাকাত ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, জাকাত কোনো দান-দক্ষিণা নয়, বরং এটি গরিবের ন্যায্য অধিকার। অথচ আমাদের সমাজে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি উপেক্ষিত হয়ে পড়েছে। তিনি জাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, জাকাতকে সঠিকভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার ক্ষেত্রে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর ভূমিকা প্রশংসনীয়। জাকাত যদি যথাযথভাবে আদায় ও বণ্টন করা হতো, তাহলে সমাজে অনেক সামাজিক সমস্যা হ্রাস পেত।
উদাহরণ টেনে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের দেশে যৌনকর্মকে পেশা হিসেবে নেওয়া একটি দুঃখজনক বাস্তবতা। জাকাত যদি সঠিকভাবে আদায় করা হতো, তাহলে অনেককে এ ধরনের পেশা বেছে নিতে হতো না।
তিনি বলেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত আদায় করে না, তাদের ঈমান নেই। অথচ আমাদের দেশে অনেক ধনী ব্যক্তি সঠিকভাবে জাকাত দেন না। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান বিশ্ব একটি গভীর দার্শনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটের তিনটি দিক রয়েছে—গন্তব্য নির্ধারণ, সেই গন্তব্যে পৌঁছানোর সঠিক পথ এবং পথচলায় ব্যবহৃত উপকরণ বা ইনস্ট্রুমেন্ট।
তিনি বলেন, জাতিসংঘও এই গন্তব্য নির্ধারণ নিয়ে সংকটে রয়েছে। সিজেডএম যে উদ্যোগ গ্রহণ করেছে, তার একটি বৈশ্বিক গুরুত্ব রয়েছে। জাকাত শুধু আর্থিক দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্বও।
জিল্লুর রহমান আরো বলেন, জাকাত প্রদান করেই দায়িত্ব শেষ নয়। এই অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে, সেটির তদারকিও জরুরি। তাই জাকাত দেওয়ার শুরু থেকে এর ব্যবহারের শেষ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।