হোম > জাতীয়

স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৭ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের সাথে বৈঠকের তারিখ নির্ধারণের জন্য আল্টিমেটাম দিয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেয় তারা।

আয়ুর্বেদিক শিক্ষার্থীরা ইতিমধ্যে টানা ৩৮ দিন ধরে ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী আহসান হাবিব।

শিক্ষার্থীদের পক্ষ থেকে আহসান বলেন, ‘আমাদের এই যৌক্তিক দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে দেশের সকল ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনগুলো৷ আমাদের সাথে আলোচনা করে সঠিক ব্যবস্থার জন্য ৭ দিনের মধ্যে বৈঠকের তারিখ ঘোষণা করতে হবে। নয়তো কঠোর কর্মসূচিতে যাব আমরা’।

শেষ বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘আমরা শুধু আমাদের অধিকারের জন্য লড়ছি না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা চাই। যা অত্যন্ত জরুরি’।

আন্দোলনের কারণে চলতি বছরের ৩৬তম ব্যাচের ভর্তি কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাধারণত প্রতি বছর ৫০ জন শিক্ষার্থী (ইউনানি ও আয়ুর্বেদিক বিভাগে ২৫ জন করে) ভর্তি হলেও এবার ১৩ জুলাই শেষ হওয়ার পরও কেউ ভর্তি হতে পারেনি।

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, কাউন্সিল গঠনের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখবেন।

গত ৩১ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রাথমিক বৈঠক হয়। কিন্তু বৈঠকের পরও সিদ্ধান্তহীনতা অব্যাহত রয়েছে জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। সেইসাথে তাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টা নামে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের