হোম > জাতীয়

২৫০ রকম ওষুধ মিলবে এক-তৃতীয়াংশ দামে

সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার

সারা দেশের সব সরকারি হাসপাতালে প্রথমবারের মতো ‘সরকারি ফার্মেসি’চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। তিন ভাগের এক ভাগ দামে এসব ফার্মেসিগুলোতে মিলবে বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করা হবে। গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিতের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ ২৫০ ধরনের ওষুধ তিন ভাগের এক ভাগ দামে পাবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। নতুন উদ্যোগ হিসেবে দেশের সব সরকারি হাসপাতাল চত্বরে ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। এতে ২৫০ ধরনের ওষুধ এক-তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ।’

তিনি বলেন, সরকারের এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য উপকার করবে। ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে এর মাধ্যমে আরও সহজলভ্য করা যাবে।

ডা. সায়েদুর রহমান বলেন, বর্তমানে ওষুধের উচ্চমূল্যের কারণে অনেকেই চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সমস্যা সমাধানে সরকারি ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল প্রায় এক হাজার ৩০০ কোটি টাকার ওষুধ কিনে থাকে উল্লেখ করে সায়েদুর রহমান বলেন, ‘এখন থেকে বাজেট বাড়িয়ে আরও বেশি পরিমাণে ওষুধ কেনা হবে। সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যাতে প্রয়োজনীয় ওষুধ সময়মতো সরবরাহ করা যায়, তা নিশ্চিত করা হবে।’

চার ছাত্র কাউন্সিলের মতো জাতীয় নির্বাচনেও ভোটার উপস্থিতি হবে

রেলওয়ে প্রকল্পের লোহা চুরির মহোৎসব

স্বাক্ষর সত্ত্বেও জুলাই সনদ বিতর্ক চলছেই

সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটের বিধান যুক্ত

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

বিনা ভোটে নির্বাচিতের সুযোগ বন্ধ, ফিরল ‘না’ ভোট

ইভিএম সংক্রান্ত বিধান বিলুপ্ত

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫১

অনিয়ম বন্ধে প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল