হোম > জাতীয়

ইসলামের শিক্ষা সব ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠিত হবে

সিরাত অলিম্পিয়াডে জয়নাল আবেদিন

আমার দেশ অনলাইন

তামিরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদিন বলেছেন, ইসলামের শিক্ষা শুধু পাঠ্য নয়, তা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমেই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে।

যমুনা ফিউচার পার্কে ‘ইনফিনিটি প্রেজেন্টস বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

দেশব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার বাছাই পর্ব পেরিয়ে নির্বাচিত চূড়ান্ত প্রতিযোগীদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন রূপ নেয় এক অনন্য ধর্মীয়, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মিলনমেলায়।

অনুষ্ঠানে সিয়াম বিন আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল ও যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম।

দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচিতে ছিল—ফাইনাল রাউন্ড অব সিলেকশন, সালাতুল যোহর ও লাঞ্চ, বিচারক ও অতিথিদের আসন গ্রহণ, শীর্ষ ১০ প্রতিযোগীর সিরাত প্রেজেন্টেশন, সালাতুল আসর, সাংস্কৃতিক পরিবেশনা, সালাতুল মাগরিব ও নাস্তা, অতিথিদের বক্তব্য, পুরস্কার বিতরণী, ফটোসেশন এবং সমাপনী দোয়া।

বিশেষ অতিথির বক্তব্যে হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মাঝে ইসলামী চেতনা ও নৈতিকতার বীজ বপন করতে সিরাত অলিম্পিয়াডের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, ‘বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড তরুণ প্রজন্মের মাঝে ইসলামের আদর্শ ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদ্যোগ। যমুনা ফিউচার পার্কে এমন জ্ঞানসমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক আয়োজনে অংশ হতে পেরে আমরা গর্বিত।’

প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে প্রথম স্থান অর্জন করে নাজিফা, দ্বিতীয় স্থান অর্জন করে সামি।

এই গ্র্যান্ড ফাইনাল আয়োজনের মাধ্যমে ‘বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫’ তরুণদের মনে জাগিয়ে তুলেছে এক আলোকিত বার্তা—জ্ঞান, নৈতিকতা ও ইসলামী আদর্শই জীবন পরিচালনার শ্রেষ্ঠ দিকনির্দেশনা।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা

নতুন পোশাকে পুলিশ সাজছে ১৫ নভেম্বর

চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার: ধর্ম উপদেষ্টা

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব

বকেয়া ও প্রতারণায় জড়িত আইএসপির লাইসেন্স নবায়ন হবে না: ফয়েজ

ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩০০০ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যে, পেছানোর শক্তি কারো নেই

কেউ কেউ মনে করে তারাই শহরের একমাত্র বুদ্ধিমান : প্রেস সচিব

সেন্টমার্টিনে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ