ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম ব্যাপারী। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য আব্দুস সালামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে জারিকৃত এই আদেশ কার্যকর হবে।