ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে গতকাল (সোমবার) একটি গাড়ি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশন।
এক শোকবার্তায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও হাইকমিশনের সদস্যরা এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, এ দুর্ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা রয়েছে। এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে।