এখনো নির্বাচনের সময় নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া সময়সীমা মাথায় রেখে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠান শেষে সিইসি এ সব কথা বলেন।
নির্বাচন কমিশন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না মন্তব্য করে নাসির উদ্দীন বলেন, আইন ও সংবিধানের মধ্যে থাকতে চায় কমিশন। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।