হোম > জাতীয়

আহতদের চিকিৎসায় রক্ত প্রয়োজন, যেভাবে করবেন যোগাযোগ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার

আহতদের জন্য খোঁজা হচ্ছে রক্ত

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন গ্রুপে রক্ত খুঁজছেন।

সোমবার বিকালে আশাপাশের শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা রক্তের জন্য আকুতি জানাচ্ছেন। সাধারণ মানুষ রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসছেন। তবে ‘ও নেগেটিভ’ রক্ত মিলছে না। অবশ্য অন্যান্য গ্রুপের রক্তও প্রয়োজন।

এক স্বেচ্ছাসেবক জানান, আমাদের এখানে ‘ও নেগেটিভ’ ব্লাড লাগবে। অন্যান্য গ্রুপের ব্লাড পাওয়া গেছে। ও নেগেটিভ পাওয়া যাচ্ছে না।

উত্তরা আধুনিক হাসপাতাল ছাড়াও কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই দগ্ধ বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

রক্তদানের জন্য জরুরি যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে। এগুলো হলো—

*মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202

*সিএমএইচ বার্ন ইউনিট 01769016019

*সিএমএইচ ইমার্জেন্সি 01769013311

*মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132‬

*উপাধ্যক্ষ 01771111766

*ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে।

শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টা নামে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের