সাবেক মুখ্য সচিব, অর্থনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ড. কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উপদেষ্টা বলেন, ড. কামাল সিদ্দিকী ছিলেন একজন দূরদর্শী, নিষ্ঠাবান ও সৎ সরকারি কর্মকর্তা। তিনি দেশের প্রশাসনিক কাঠামোর আধুনিকায়নে বিশেষ ভূমিকা রেখেছেন। অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি করা ড. কামাল সিদ্দিকী গবেষণাভিত্তিক বেশ কয়েকটি গ্রন্থ লিখেছেন। তার লেখা গ্রন্থ দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির কারণে তাকে বারবার দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দেশপ্রেমিক এই অর্থনীতিবিদের মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ড. কামাল সিদ্দিকী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।