হোম > জাতীয়

রুমির রক্তের শপথ করে যা বললেন জুলাই যোদ্ধা

আমার দেশ অনলাইন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম (তারেক রেজা) বলেছেন, জান্নাত আক্তার রুমির আত্মহত্যাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে, তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেবো না। আমার বোনের রক্তের শপথ!

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

জুলাই যোদ্ধা তারেক রেজা লেখেন, ‘কিভাবে লিখবো বুঝতেছি না। আমার হাত কাঁপতেছে।

আপনাদের মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২ এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামীলীগাররা কী সিন ক্রিয়েট করেছিলো।

সেখানে একজন জেন-জি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামীলীগারকে (যে জিয়ার কবর খুড়তে চাইছিলো) পিটায়ে পুলিশের কাছে ধরায়ে দিতে।

সেই জেন-জি নারী গত এক মাস ধরে আওয়ামীলীগের ক্রমাগত সাইবার বুলিং, হ/ত্যা ও রে*প থ্রেটে অতিষ্ঠ হয়ে আজ রাতে আত্মহত্যা করেছে।

নামঃ জান্নাত আক্তার রুমি

যুগ্ম সমন্বয়কারী, এনসিপি ধানমন্ডি থানা।

ধানমন্ডির ভাইব্রাদারদের সাথে কথা হলো। তারা গত এক মাসে সাধ্যমতো চেষ্টা করেছে তার পাশে থাকার। কিন্তু সাইবার বুলিং আর ফোনকলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। তবে কারোর কল্পনাতেও ছিলো না, বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে।

এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে, তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেবো না।

আমার বোনের রক্তের শপথ!’

ছায়ানট ভবনে ভাঙচুর-আগুন

বিপ্লবী হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন: আহমাদুল্লাহ

বীর হাদি থেকে আলোচনা অন্যদিকে কারা ঘুরিয়ে দিতে চায়, সেটা মাথায় রাখেন

হাদির মৃত্যুর খবরে অগ্নিগর্ভ দেশ

হাদির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

হাদির খুনিদের হস্তান্তর না করলে লড়াই থামবে না: আসিফ

হাদির মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

দেশকে অস্থিতিশীল করার ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান প্রধান উপদেষ্টার

সবাইকে শান্ত থাকার আহ্বান পিনাকীর

হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সিঙ্গাপুর আঙুলিয়া মসজিদে