চলতি করবর্ষে (২০২৫-২৬) এখন পর্যন্ত ৩১ লাখ ৮৮ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও ৩ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে রিটার্ন দাখিলের বিষয়টিকে এনবিআরের পক্ষ থেকে ইতিবাচক বলে মন্তব্য করা হয়েছে।
সোমবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রিটার্ন দাখিলের হালনাগাদ তথ্য দেওয়া হয়।
এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এরমধ্যে প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।
প্রসঙ্গত, দুই দফা সময় বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতার রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারণ করেছে এনবিআর। চলতি কর বর্ষ থেকে ব্যক্তি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে এ বাধ্যবাধকতা থেকে ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অব্যাহতি দেওয়া হয়।
এনবিআর জানায়, প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা না হলেও তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাগণ পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, ই-মেইল এড্রেস ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে প্রেরণ পূর্বক আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে OTP এবং Registration Link প্রেরণ করা হচ্ছে এবং এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাগণও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।
ব্যক্তি শ্রেণির সকল করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য এনবিআরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।