হোম > জাতীয়

প্রাথমিকের পর বিসিএস পরীক্ষাও স্থগিত

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৯ জানুয়ারি আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। অন্যদিকের ৪৬তম বিসিএসের দুই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৯ জানুয়ারি আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এ তারিখ এখনো চূড়ান্ত নয়; জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা ও তাদের মতামত নেওয়ার পর দ্রুতই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী বুধবার থেকে শুক্রবার নাগাদ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ২ জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি।

মহাপরিচালক জানান, পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রেখে ৯ জানুয়ারি পরীক্ষা আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। সেই হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী। এর মধ্যে প্রথম ধাপে প্রতি পদের বিপরীতে ৭৩ জন এবং দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৮০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিসিএস পরীক্ষা স্থগিত

অন্যদিকে ৪৬তম বিসিএসের দুই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুই দিনের মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে।

সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।

পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি নির্ধারিত হলে তা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানানো হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তান পার্লামেন্টের স্পিকার

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে ৩ উপদেষ্টার স্বাক্ষর

খালেদা জিয়াকে নিয়ে হাসিনার যত ব্যঙ্গ-বিদ্রুপ

বুধবার ছুটির আওতায় পড়বে না যেসব প্রতিষ্ঠান

খালেদা জিয়ার কফিন বহন করতে চান— কে এই হাসানুল ও শহিদুল্লাহ

বাণিজ্য মেলার তারিখ পরিবর্তন

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

আগামী ৩ দিন কেমন থাকবে আবহাওয়া, যা জানা গেলো