হোম > জাতীয়

৮ বিভাগে কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

শাহবাগে উপদেষ্টা, অবরোধ শিথিল

প্রতিনিধি, ঢাবি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সরাসরি উপস্থিতিতে আন্দোলন সাময়িকভাবে শিথিল হয়েছে। তবে বিচার প্রক্রিয়া দৃশ্যমানভাবে শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার রাত ১১টার দিকে শাহবাগ মোড়ে আসেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার বক্তব্য শোনার পর আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য স্লোগান ও অবরোধ কর্মসূচি শিথিল করেন।

রাত সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চ জানায়, শাহবাগে চলমান অবরোধ কর্মসূচি আজকের মতো শেষ হয়েছে এবং রাতে হাদি চত্বরে (শাহবাগ) কেউ অবস্থান করতে পারবে না। আগামীকাল ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্যে বলেন, “আমি আজ উপদেষ্টা হলেও কয়েক দিন আগেও আপনাদের মতো রাস্তায় বসে আন্দোলন করেছি। শহীদ হাদির শাহাদাতের দিন বিমানবন্দর থেকে মর্গ পর্যন্ত পুরো সময় আমি তার সঙ্গেই ছিলাম। জীবনে প্রথম মর্গে গিয়ে উপলব্ধি করেছি- এই মৃত্যু একটি পরিবার, একটি সমাজ ও একটি দেশের জন্য কতটা করুণ এবং এই হত্যার বিচার কতটা জরুরি।”

তিনি বলেন, শহীদ হাদির জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষের অংশগ্রহণ প্রমাণ করে- এই হত্যাকাণ্ডের বিচার একটি জাতীয় দায়িত্ব। অন্তর্বর্তী সরকার নিশ্চুপ বসে নেই। যারা শহীদ হাদিকে হত্যা করেছে- চিহ্নিত খুনি ও নেপথ্যের সবাইকে বিচারের মুখোমুখি করতে আমরা কাজ করছি।

তদন্তের অগ্রগতি সম্পর্কে উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে সুনির্দিষ্ট ও নির্ভুল চার্জশিট দেওয়া হবে। জানুয়ারির প্রথম দিকেই চার্জশিট দাখিলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।

পলাতক আসামিদের বিষয়ে তিনি বলেন, অপরাধীরা দেশ ছেড়ে পালালেও ‘ইন অ্যাবসেনশিয়া’ বিচার সম্ভব। এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভারত সরকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, আগামীকাল সকাল সাড়ে ১১টায় ডিএমপি পুলিশের সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি তুলে ধরা হবে। বক্তব্য শেষে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের আত্মার মিল আছে, চাওয়ার মিল আছে। এই দেশের মাটিতেই শহীদ হাদির হত্যার বিচার হবে।”

উপদেষ্টার বক্তব্য চলাকালে শাহবাগ মোড়ে অবস্থানকারীরা নীরবতা পালন করেন এবং তার গাড়ি চলে যাওয়ার জন্য পথ ছেড়ে দেন। তবে ইনকিলাব মঞ্চের নেতারা পরে স্পষ্ট করে জানান, বিচার প্রক্রিয়া দৃশ্যমানভাবে শুরু না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নৌবাহিনীর মিসাইল ফায়ারিং সংশ্লিষ্ট এলাকায় চলাচল পরিহার করার আহ্বান

ভুয়া ছবি ও ডিপফেক এখন সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ: প্রেস সচিব

দুই আসন থেকে মনোনয়ন ফরম তোলা নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে দুইদিন নৌযান চলাচলে সতর্কতা

পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ৮ লাখ ছাড়িয়েছে

ভোটার হতে নিবন্ধন করলেন তারেক রহমান ও জাইমা

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৯৩ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

আমরা চাই নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকুক