হোম > জাতীয়

সিইসির কাছে সাত দাবি হিন্দু মহাজোটের

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সিইসির কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এসব প্রস্তাব দেন সংগঠনের নেতারা।

বৈঠকের পর মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে সাংবাদিকদের জানান, সিইসির কাছে আমরা সাত দফা দাবি লিখিতভাবে দিয়েছি। এগুলো যেন নিশ্চিত করা হয়, তা কমিশন প্রধানকে জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।

দাবিগুলোতে তারা বলেছেন, পূজা ও নির্বাচনের সময় সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কা থাকে, তা যেন কোনোভাবেই না হয়, তার নিশ্চয়তা। তাদের যেন রাজনৈতিক বলির পাঁঠা না বানানো হয়। ভোট দিতে গিয়ে যেন কোনো সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা না হয়, সেই নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

বর্তমানে সংখ্যালঘুদের ওপর বিক্ষিপ্তভাবে হামলা ও চাঁদাবাজি করা হচ্ছে, যে কারণে তারা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বাচনের ১০ দিন আগে থেকে ১০ দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসাবাড়ি, মঠ-মন্দিরের নিরাপত্তা জোরদার করতে হবে। নির্বাচনে সেনা মোতায়েন এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

তিনি জানান, সবাই যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেনÑসে বিষয়টি নির্বাচন কমিশন নিশ্চিত করবে বলে আমাদের জানিয়েছে।

আজ ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকায় আসছে জাতিসংঘ প্রতি‌নি‌ধিদল

৪৪তম বিসিএস: চাকরি পাচ্ছেন এক হাজার ৬৮১ প্রার্থী

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর

কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন খাতে ৪৫ লাখ

৮ নভেম্বরকে ‘গণপ্রকৌশল দিবস’ ঘোষণার দাবি

সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি

ডা. জাকির নায়েকের সফর বাতিল করায় বিস্মিত আয়োজকরা

ইসির নিবন্ধন পেল দেশি ৬৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

৫২৫ কোটি টাকা আত্মসাৎ: ৬ রিক্রুটিং এজেন্সির নামে মামলা