হোম > জাতীয়

নির্বাচনের আগে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি অনুমোদন বন্ধের দাবি

অভিভাবক ঐক্য ফোরামের বিবৃতি

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি অনুমোদন বন্ধ রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভাবে কমিটি গঠন করবে। তাই জাতীয় সংসদ নির্বাচনের অল্প কয়দিন বাকি থাকায় তাড়াহুড়া করে কোন স্কুল-কলেজ-মাদ্রাসার জন্য অ্যাডহক কমিটি গঠন করার প্রয়োজন নাই। চলমান কমিটি দিয়েই বর্তমান কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কোন শূন্যতা সৃষ্টি হবে না।

তারা সব ধরনের বিতর্কের উর্ধেব থেকে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের নিকট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন অ্যাডহক কমিটি অনুমোদন করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

এদিকে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন অ্যাডহক কমিটি অনুমোদনের জন্য যে প্রস্তাব পাঠানো হয়েছে তা নিয়ে নানা অভিযোগ উঠেছে। ওই প্রস্তাব অনুমোদন না দিতে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখার অভিভাবক ফোরামের আহবায়ক আ স ম আলমগীর এবং যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম। চিঠিতে তারা বলেন, প্রস্তাবিত সভাপতি এর আগেও দুইবার একই পদে ছিলেন এবং তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ আছে। তাকে নিয়োগ না দেওয়ার দাবি জানান তারা।

যদিও প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার জানিয়েছেন, নিয়ম মেনেই অ্যাডহক কমিটির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সভাপতি অভিজ্ঞ ও সৎ। তার বিরুদ্ধে ‍দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।

গ্যাস সংকটে ঢাকার অধিকাংশ এলাকায় জ্বলছে না চুলা

হাদির খুনি ফয়সালের অবস্থান জানালেন ডিবিপ্রধান

দুদিনে ইসিতে ১৬৪ প্রার্থীর আপিল

ঢাকার অধিকাংশ এলাকায় জ্বলছে না চুলা

ঢাকায় পর্দা নামল প্রথম সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশের

বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল

এখনো খালেদা জিয়ার কবরে অশ্রু ঝরায় মানুষ

কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী অসুস্থ, ঢামেকে ভর্তি

পোস্টাল ব্যালটের নির্ধারিত সময় শেষে ১৫ লাখের বেশি নিবন্ধন