হোম > জাতীয়

বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আমার দেশ অনলাইন

বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএসসি কর্তৃক বাস্তবায়িত জাহাজ ক্রয় প্রকল্পের ঋণের কিস্তি এবং ২০২৪-২৫ অর্থবছরের লভ্যাংশ বাবদ মোট ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক গ্রহণকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার কাছে এই চেক হস্তান্তর করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে এই প্রতিষ্ঠানের নিজস্ব আয় দিয়েই বিএসসি আরও শক্তিশালী হয় এবং বহরে নতুন নতুন জাহাজ যুক্ত হয়।’

তিনি বলেন, বহরে জাহাজের সংখ্যা বাড়লে নাবিকদের মধ্যে উৎসাহ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ ছাড়া বিশ্বমানের নাবিক তৈরিতে মেরিন একাডেমির প্রশিক্ষকদের যথাযথ সম্মানী দিয়ে ধরে রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চীন সরকারের ঋণে কেনা ৬টি নতুন জাহাজের কিস্তি পরিশোধের লক্ষ্যে স্বাক্ষরিত সাবসিডিয়ারি লোন অ্যাগ্রিমেন্ট মোতাবেক এবং বর্তমান অর্থবছরের ঘোষিত লভ্যাংশ থেকে এই ২০৩.৪৭ কোটি টাকা সরকারকে প্রদান করা হয়েছে। সরকারের সঙ্গে বিএসসির চুক্তি অনুযায়ী আগামী ১৩ বছরের মধ্যে মোট ২,৪২৫.০২ কোটি টাকা সরকারকে পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।

বিএসসি কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি তার ৫৪ বছরের ইতিহাসে সবশেষ অর্থবছরে প্রায় ৮০০ কোটি টাকা আয় করে ৩০৬.৫৬ কোটি টাকা সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করেছে। ২০১৮-১৯ মেয়াদে বহরে যুক্ত হওয়া পাঁচটি বাণিজ্যিক জাহাজ এই মুনাফা অর্জনে প্রধান ভূমিকা পালন করেছে।

প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বিএসসি এরই মধ্যে নতুন জাহাজ সংগ্রহের কাজ শুরু করেছে। নিজস্ব অর্থায়নে কেনা দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে প্রথম জাহাজ ‘বাংলার প্রগতি’ গত ২৮ অক্টোবর বহরে যুক্ত হয়েছে। দ্বিতীয় জাহাজ ‘বাংলার নবযাত্রা’ আগামী ৩০ জানুয়ারি ডেলিভারি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া চীন থেকে জি-টু-জি ভিত্তিতে আরও ৪টি বড় জাহাজ (মাদার ভেসেল) সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও নয় পরেও নয়

নির্বাচন সামনে রেখে রিকশা শ্রমিকদের ১২ দফা দাবি

ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এডাবের ১০ সুপারিশ

আ.লীগের কেউ মুক্তিযুদ্ধ করেনি: ইশতিয়াক আজিজ

সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ নিলেন ফেলানির ভাই আরফান

বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই

৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিলেন

আপিল শুনানিতে প্রথম ঘণ্টায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্বাচন কমিশনে ৫ম দিনের মতো আপিল শুনানি শুরু

৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছে আজ