নানা আয়োজনে টাঙ্গাইলে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। দিবসটি টাঙ্গাইলে সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে ভাসানীর মাজারে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অপর্ন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদের নেতৃত্বে দোয়া ও মোনাজাত করা হয়। গণঅধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নুর ও গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে ভাসানীর মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
শামসুজাজামান দুদু বলেন, নির্বাচনকে কি করে ভন্ডুল করা যায়, ঠেকিয়ে রাখা যায় সেই চেষ্টা চলছে। এ পথে কোনো লাভ হবে না। দেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার হবে বিএনপি সরকার।
তিনি আরো বলেন, মওলানা ভাসানীর আদর্শকে অনুসরণ করা মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করা। শহীদ জিয়াকে অনুসরণ করা হলো বেগম খালেদা জিয়াকে অনুসরণ। আর খালেদা জিয়ার পথ অনুসরণ করাই হচ্ছে তারেক রহমানকে অনুসরণ করা।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জামায়াতের ব্যাপারে সজাগ থাকতে হবে। এরা গণতন্ত্রের পক্ষের শক্তি না। এরা গণতন্ত্রের বিপক্ষের শক্তি। বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক এরা তা চায় না। জুলাই বিপ্লবের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে জামায়াতে ইসলামী।
তিনি আরো বলেন, বিএনপির সাথে ছিল ১৫ থেকে ২০টি আসন পেয়েছে। বিএনপির সাথে না থাকলে তিনটি আসনও পায় না। এবার নির্বাচনে একটি আসনও জুটবে না বলে মন্তব্য করেন তিনি।
গণঅধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে প্রত্যাখান হয়েছে। আওয়ামী লীগের যারা অন্যায় করেনি। যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেনি। পরিস্থিতির কারণে দল করেছে। যারা রাজনীতি করতে চায় তাদেরকে জায়গা করে দিতে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের যারা হাজার কোটি টাকা নিয়ে বিদেশে অবস্থান করছে। তাদের নির্দেশে ককটেল নিক্ষেপ ও জ্বালাও পোড়াও থেকে বিরত থাকার পরামর্শ দেন ভিপি নুর।
তিনি বলেন, পঁচাত্তরের পর আওয়ামী লীগের ক্ষমতায় আসতে ২১ বছর সময় লেগেছে। এরপর ৪১ বছরেও আর রাজনীতিতে দাঁড়াতে পরবে না তারা।
গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে। ফ্যাসিবাদী কায়দায় শেখ হাসিনার নেতৃত্বে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে। আমরা মনে করি আন্তর্জাতিক মান রক্ষা করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বিচারের রায়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।