গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের ওপর গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এটি জুলাই সনদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে বিবেচিত হচ্ছে।
ড. ইউনূস তার ভাষণে জুলাই জাতীয় সনদের আলোকে চারটি মূল প্রস্তাব গণভোটের ব্যালটে অন্তর্ভুক্ত করার কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “এই সনদ আমাদের গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন করবে। জনগণের মতামতের ভিত্তিতেই এর বাস্তবায়ন নির্ধারিত হবে।”
জুলাই সনদের ‘গ’ ধারায় বলা হয়েছে—সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, এবং স্থানীয় সরকারের ক্ষমতায়ন—এইসব বিষয়ে ৩০ দফা ঐকমত্যমূলক প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।
প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, গণভোটে সনদের পক্ষে রায় এলে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো এসব প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা দেশের সংসদীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তনের দ্বার খুলে দিতে পারে।
এসআর