হোম > জাতীয়

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন, বাতিল ১০

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৭ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দিনভর শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় কমিশন।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, এদিন আপিল শুনানির তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন।

এদিন ৭০টি আপিল শুনানির উপরে ৫৭ জনের আবেদন মঞ্জুর করা হয়। এছাড়া, প্রার্থিতা বাতিল বা নামঞ্জুর করার হয়েছে ১০ জনের এবং স্থগিত বা মুলতবি রাখা হয় ৩টি আবেদন।

শুনানি শেষে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় তথ্য ও সঠিক কাগজপত্র উপস্থাপন করতে পারায় ৫৭ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব বা তথ্যে বড় ধরনের গরমিল থাকায় ১০ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। ৩টি আবেদনের বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার শুনানির প্রথম দিনে ৫২ জনের আপিল আবেদন মঞ্জুর করা হলেও প্রার্থিতা ফিরে পান ৫১জন। শুধুমাত্র রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ হওয়া প্রার্থীর বিরুদ্ধে আপিল মঞ্জুর করে কমিশন। রোববার পর্যন্ত দুই দিনে মোট ১০৯ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। এর বিপরীতে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে।

গণভোটে জনসচেতনতায় ব্যাংকের সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ গভর্নরের

যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরায় বাংলাদেশের ক্ষতি কতটা

১০ দিনেই রেমিট্যান্স ছাড়াল বিলিয়ন ডলার

এবার জেদ্দায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সরকারের অভিন্ন নীতিমালা জারি

মনি চক্রবর্তীর হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়, পারিবারিক কলহের ফল

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

পোস্টাল ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটারের নিবন্ধন

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী, জানালেন প্রেস সচিব