হোম > জাতীয়

স্বরাষ্ট্র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন

স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদর দপ্তর পরিদর্শন করেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সচিব ফায়ার সার্ভিস সদর দপ্তরে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তাকে অভ্যর্থনা জানান।

সচিব অভিবাদন মঞ্চে আরোহণের পর অগ্নিসেনাদের একটি দল তাকে অভিবাদন জানায়। স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ছিলেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) মো. শামীম খান এবং সচিবের একান্ত সচিব মো. রাহাত বিন কুতুব।

সচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের ইকুইপমেন্ট ডিসপ্লে ঘুরে দেখেন। এরপর অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। এ সময় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল আজাদ আনোয়ার, অধিদপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব তৌহিদুল ইসলাম, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীসহ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব প্রেজেন্টেশন শোনেন। পরে বিভিন্ন বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারাবাহিকতা রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অগ্নিপ্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য বিভিন্ন নির্দেশনা দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবিষ্যতেও সবধরনের দুর্যোগে জান-মাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।

শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার

ওসমান হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানানোর সংবাদটি অসত্য: গণপূর্ত মন্ত্রণালয়

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

রিট হলেও অনুষ্ঠিত হবে ৫০তম বিসিএস

সবচেয়ে বেশি ও কম ভোট পড়েছিল কোন কোন নির্বাচনে

প্রেসকে ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশ ইসির

ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসবের উদ্বোধন

১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামি ব্যাংকের গ্রাহকেরা: গভর্নর

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় সরকারের গভীর উদ্বেগ