হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সেই সাথে দেশের সব বিমানবন্দরে সর্বস্তরের অগ্নি নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করার আহ্বান জানিয়েছেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।
রোববার এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানায়, যাত্রী সেবার পাশাপাশি পণ্য আমদানি-রফতানির জন্য ব্যবসায়ীরা এ বিমানবন্দরটিই সবচেয়ে বেশি ব্যবহার করেন। তাই এ ধরনের অগ্নিকাণ্ডের ফলে স্থানীয় ও বিদেশী উদ্যোক্তারা অনিরাপত্তা ও অনিশ্চয়তায় ভুগবেন।
যা বৈশ্বিক বাণিজ্য ও দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্যোক্তাদের আস্থা ও ব্যবসা পরিচালনা কার্যক্রমকে আরো সংকটে ফেলবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আমদানি-রপ্তানির জন্য কার্গো ভিলেজে অপেক্ষামান পণ্যে অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন এবং এ ঘটনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিতের আহ্বান জানাচ্ছে ডিসিসিআই।
ঢাকা চেম্বার সভাপতি মনে করেন, দেশের ব্যবসায়িক কার্যক্রমকে আরো গতিশীল করতে, বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্য খালাস প্রক্রিয়া ছুটির দিনগুলোতেও অব্যাহত রাখা প্রয়োজন।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য লাভে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিসিসিআই সভাপতি।