হোম > জাতীয়

মেট্রোরেলের নিরাপত্তা আরও জোরদার হচ্ছে

স্টাফ রিপোর্টার

মেট্রোরেলের ছাদে দুই কিশোরের উঠে পড়ার পর জনপ্রিয় এই গণপরিবহনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

সোমবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ।

রোববার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাটির পর রাত পৌনে ৯টায় দিকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমটিসিএল।

এ ঘটনায় ট্রেন বন্ধ করে স্টেশনের প্রতিটি ট্র্যাকে সার্চ করাসহ মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানান ডিএমটিসিএল এমডি। তিনি বলেন, সে সময় পুরো ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। যার কারণে আমরা ট্রেন বন্ধ করে প্রতিটি ট্রেকে সার্চ করেছি। আজ সকালে ভালভাবে চেক করি কেউ আছে কিনা। আমাদের কাছে সেফটি ফাস্ট।

ফারুক আহমেদ বলেন, নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করতে স্টেশনের প্রবেশ পথে সিসিটিভি লাগানোর ব্যবস্থা চলছে। যাতে উৎসটা কোথায়, কোথায় থেকে এল সব দেখা যাবে।

ঘটনার বিষয়ে তিনি বলেন, একটা ছেলে ছাদে উঠে গেছে এটা জানার পর-পরই আমাদের সিকিউরিটি সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ফেলে। আল্লাহর রহমত কোনো ক্ষতি হয়নি। সে (ওই কিশোর) কারওয়ান বাজার থেকে আগারগাঁও যায়, সেখান থেকে সে দুই ট্রেনের মধ্যখানে বসে সচিবালয় যায়। ওখানেই তাকে নামিয়ে ফেলা হয়।

গত ২১ নভেম্বর ঘটে যাওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি। এ ছাড়া দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের কাজ সম্প্রসারণে অগ্রগতি নেই জানিয়ে পরবর্তী সরকার না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না বলে জানান তিনি।

শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টা নামে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের