আগামী ১ জানুয়ারি থেকে বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনায় অটোমেটেড কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে বন্ডেড প্রতিষ্ঠানগুলো ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুসহ বন্ড–সংক্রান্ত কোনো সেবা আর ম্যানুয়াল প্রক্রিয়ায় পাবে না; সবই পরিচালিত হবে সিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে।
এনবিআর এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে বলে প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, বন্ড লাইসেন্সধারী রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ইউপি সংগ্রহ করে থাকে। যদিও সিবিএমএসের ইউপি মডিউল চালু হয়েছিল চলতি বছরের ১ জানুয়ারি, বাধ্যতামূলক না হওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতির ওপরই নির্ভরশীল ছিল।
এনবিআর জানায়, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সিস্টেমটিতে প্রয়োজনীয় উন্নয়ন আনা হয়েছে এবং আরও ব্যবহারবান্ধব করা হয়েছে।
এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, অটোমেটেড বন্ড সিস্টেম ব্যবহারের ফলে সেবা প্রদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এছাড়া বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে। কাঁচামালের ইন-পুট ও আউট-পুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হওয়ার পাশাপাশি বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ার জটিলতা দূর হবে এবং বন্ড সংক্রান্ত বিভিন্ন জটিলতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজস্ব ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ধাপে ধাপে সব কার্যক্রম পূর্ণ অটোমেশনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এসআর