সরকারি-বেসরকারি স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে লটারির মাধ্যমেই ভর্তি করানো এবং সবধরনের কোটা বাতিল করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো : সেলিম মিয়া এই দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, লটারিতে সব শ্রেণিতে ভর্তি করানো হলে ভর্তি সংক্রান্ত বিষয়টি স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে এবং ভর্তি কোচিং থেকে কোমলমতি শিক্ষার্থীরা রেহাই পাবে। বর্তমানে এই পদ্ধতিই চালু আছে।
অন্যদিকে ভর্তি পরীক্ষার মাধ্যমে পুনরায় ভর্তি প্রথা চালু করলে কোচিং বাণিজ্য আরও সম্প্রসারিত হবে, অসম প্রতিযোগিতায় অভিভাবকরা বিড়ম্বনার মধ্যে পড়বে এবং আরও বেশি আর্থিক ক্ষতিগ্রস্ত হবে।
অভিভাবক নেতারা বলেন, ভর্তি নীতিমালায় শিক্ষা মন্ত্রণালয়ের কোটাসহ সবধরনের কোটা বাতিল করলে শিক্ষা মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবং শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সবধরনের বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। তারা শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি ধার্য না করারও দাবি জানান।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি নীতিমালা প্রণয়ন করার মিটিং হবে বলে জানা গেছে।