হোম > জাতীয়

ভোজ্যতেলের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দর কষাকষি

কত বাড়বে সিদ্ধান্ত বুধবার

স্টাফ রিপোর্টার

ভোজ্যতেলের দাম কত টাকা বাড়ানোর হবে এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দর কষাকষি চলছে। মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দফা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার পুনরায় বাণিজ্য উপদেষ্টার উপস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোজ্যতেলের কর সুবিধার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেই অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৫ টাকার স্থলে ১৯৩ টাকা এবং খোলা সয়াবিন ও পামঅয়েল ১৫৭ টাকার স্থলে ১৭০টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ব্যবসায়ীদের প্রস্তাবের প্রেক্ষিতে দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্মত হলেও তেলের দাম লিটার প্রতি কত টাকা বাড়ানো হবে এ নিয়ে দু’পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফলে উভয়পক্ষে এ নিয়ে দর কষাকষি চলছে। সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের প্রস্তাব দিয়েছে যে, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৯০টাকার নীচে থাকতে হবে। কিন্তু এতে ব্যবসায়ীদের প্রতিনিধিরা আপত্তি জানান, ফলে রোববার ও মঙ্গলবার দুই দফা বৈঠকেও বিষয়টি চূড়ান্ত হয়নি।

এদিকে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, আন্তর্জাতিক বাজারে যখন তেলের কমছে তখন ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাব একবারেই অযৌক্তিক।

শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টা নামে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

৮০ লাখ টাকা খরচে যুক্তরাষ্ট্রে, ৩৬ বাংলাদেশি ফিরলেন খালি হাতে

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ

রমজানের আগে এলপিজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ

পোস্টাল ব্যালট সফল হলে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে: সিইসি

পদ্মা সেতুতে টোল আদায়ে ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের