হোম > জাতীয়

ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে সেনা সদর। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসের বনানীর অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনী বাংলাদেশের আইন ও সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ব্রিফিংয়ে জানানো হয়, ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ জন সেনা হেফাজতে রয়েছেন। একজন পলাতক রয়েছেন।

ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (এ্যাডজুটেন্ট) মো. হাকিমুজ্জামান জানান, গুমের শিকার যারা হয়েছেন তাদের জন্য আমাদের সহানুভূতি রয়েছে। ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কেউ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন এজন্য দেশের সব বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে নাম পাঠানো হয়েছে।

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কখন আইনে সোপর্দ করা হবে- সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, টিভির স্ক্রল দেখে আমরা ১৫ জনকে হেফাজতে নিয়েছি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সেনাবাহিনী গুমের সঙ্গে জড়িতদের গত ১৪ মাসে কেন সেনা আইনে বিচারের মুখোমুখি করলো না- এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ডিজিএফআই সেনাবাহিনীর অধীনের সংস্থা নয়। এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে পরিচালিত।

আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত বুধবার ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর মধ্যে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের মামলায় আসামি ১৩ জন।

দুই মামলাতেই প্রধান আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায়।

পাঠ্যপুস্তক বিতর্কের মধ্যে রেখেই আজ বিদায় নিচ্ছেন এনসিটিবি চেয়ারম্যান

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলায় সরকারের নিন্দা

প্রাথমিকে ১০২১৯ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৬০ শতাংশই অবৈধ মোবাইলেই বছরে ক্ষতি ২ হাজার কোটি টাকা

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর

মোবাইল ব্যাংকিং ও কার্ডের পিন শেয়ার না করার অনুরোধ পুলিশের

আ. লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ

প্রাথমিকে ১০২১৯ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কাল

চট্টগ্রামের জলাবদ্ধতা ৭৫ শতাংশ নিরসন হয়েছে

বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া প্রকাশ, আসলো যেসব পরিবর্তন