পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশের সুফল পেতে সময় লাগবে। ইতোমধ্যে সব সুপারশপ পলিথিন মুক্ত করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না। তাই উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় পরিবেশের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। উপকূলীয় বন রক্ষার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা করা সম্ভব।