আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ’-এর অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন মাদরাসা শিক্ষকরা।
বুধবার বিকালে রাজধানীর পল্টনের আজাদ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৭৮ সালের অধ্যাদেশ ও ১৯৮৪ সালের মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো একই পাঠ্যসূচি অনুসরণ করে শিক্ষাদান করে আসছে। অথচ প্রাথমিক বিদ্যালয়গুলো ২০১৩ সালে জাতীয়করণ হলেও ইবতেদায়ি মাদরাসাগুলো আজও অবহেলিত। এমনকি ১৯৯৪ সাল থেকে শুরু হওয়া মাত্র ৫০০ টাকার ভাতার বৈষম্য আজও কাটেনি।
সংগঠনের মহাসচিব মো. রেজাউল হক বলেন, ২০২৫ সালের ২৮ জানুয়ারি শাহবাগে শিক্ষকদের আন্দোলনের মুখে মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ঘোষণা দিয়েছিলেন যে, পর্যায়ক্রমে সব স্বতন্ত্র মাদরাসা জাতীয়করণ করা হবে। কিন্তু সেই ঘোষণার এক বছর পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
সংবাদ সম্মেলন থেকে শিক্ষা উপদেষ্টা ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের প্রতি আগামী এক সপ্তাহের মধ্যে জেলা পর্যায় থেকে তথ্যপ্রাপ্ত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির তালিকা গেজেট আকারে প্রকাশ, অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে দ্বিতীয় পর্যায়ে এমপিওভুক্তির কার্যক্রম অবিলম্বে শুরু এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনি ইশতেহারে মাদরাসা জাতীয়করণের সুস্পষ্ট অঙ্গীকার রাখার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাইন উদ্দীন, উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান, অধ্যক্ষ ড. মোঃ মহিউদ্দিন, ড. মুহাম্মদ ঈশা সাহেদী, মাওলানা মোছলেহ্ উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, ওমর ফারুক আকন্দ, এল. এম রফিকুল ইসলাম, আঃ আলিম, মেহেদী হাসান, আলী জিন্নাহ, আব্দুস সাত্তার প্রমুখ।