হোম > জাতীয়

ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু সংগীতজ্ঞ নন, আদর্শ শিক্ষকও

ভিডিও বার্তায় ড. ইউনূস

স্টাফ রিপোর্টার

উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে বুধবার। এ উপলক্ষে রাজধানীর লালবাগ কেল্লার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিডিও বার্তা প্রচার করা হয়। এতে তিনি বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু একজন সংগীতজ্ঞ নন, তিনি ছিলেন এক আদর্শ শিক্ষক। তার হাতে গড়ে উঠেছেন রবিশঙ্কর, আলী আকবর খাঁ ও বাহাদুর খাঁসহ বহু কিংবদন্তি সংগীতসাধক। তার সৃষ্টি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের সংস্কৃতিতে যারা কিংবদন্তি ব্যক্তিত্ব আছেন, তাদের মূল্যায়ন, স্মরণ ও তাদের সৃষ্টিকে উদযাপনের মধ্য দিয়েই আমাদের জাতিগত পরিচয় ও সংস্কৃতি পৃথিবীর বুকে হাজার বছর টিকে থাকবে।

তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জীবন ও কর্মকে উদযাপনের জন্য একটি বার্ষিক ‘সংস্কৃতি ক্যালেন্ডার’ তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক স্থানকে কেন্দ্র করে সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন-সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্তবিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর খেয়াল (রাগ-ভীমপলশ্রী) পরিবেশন করেন পণ্ডিত অসিত দে। সংগীত পরিবেশন করেন দেশের নতুন প্রজন্মের শিল্পী ও ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান, ইতালি, চীন, পাকিস্তান, ভারত, ফিলিপাইন, ইউনেস্কোসহ বিভিন্ন দেশের দূতাবাস ও সংগঠনের প্রতিনিধিরা। আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ প্রমুখ।

যুক্তরাষ্ট্র থেকে এসেছে গমের প্রথম চালান

কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ টিম

জেন-জিরা হাসিনার মিথ ভেঙে দিয়েছে: চিফ প্রসিকিউটর

আজ মধ্য রাত থেকে ফের ইলিশ মাছ ধরা শুরু

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে

লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি

পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই: তৈয়্যব

আমলাদের বিরোধিতায় এবার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না ‘জুলাই সনদ’

উপদেষ্টাদের নিরপেক্ষতার জন্য অধ্যাদেশ জারির পরামর্শ ফাওজুল কবির খানের

দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে হবে