হোম > জাতীয়

রোববার থেকে ফের আন্দোলনে নামছেন মাদ্রাসা শিক্ষকরা

৪০ দিনেও সই হয়নি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওকরণের ফাইল

স্টাফ রিপোর্টার

শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেয় সরকার। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এক হাজার ৯০ টি মাদ্রাসা এমপিওকরণের জন্য চূড়ান্ত করে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়। তবে দীর্ঘ ৪০ দিনেও সেই ফাইলটিতে স্বাক্ষর হয়নি বলে শিক্ষকরা অভিযোগ করেছেন। এ অবস্থায় আগামী শনিবারের মধ্যে এই ফাইলে সই না হলে রোববার ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহবুব এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ দিনেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ফাইল স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা মারাত্মক উৎকণ্ঠায় আছেন। এ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি আবেদন জানাই। এতে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ফাইল অনুমোদন না হলে ১৪ সেপ্টেম্বর থেকে শিক্ষক, ছাত্র, অভিবাবকদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে মহা অবস্থান ধর্মঘট সহ আইনগত প্রক্রিয়া গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়। একই দিন এই বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করেও আবেদন জানান শিক্ষক নেতারা। তবে সেই সুযোগ দেয়া হয়নি।

তাই বাধ্য হয়ে রোববার আমরা রোববার বেলা ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি।দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।

বিডিটুডে নেটের ওয়েবসাইট ব্লক

নির্বাচনি ইশতেহারে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের অঙ্গীকার যুক্তের দাবি

সেনাপ্রধানের সঙ্গে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গণভোট ও সংসদ নির্বাচন: ব্যয় ছাড়াচ্ছে ৩ হাজার ১০০ কোটি টাকা

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নামছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ

কেন বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করছে বিশ্ব, জানালেন প্রধান উপদেষ্টা

ভোটের আগে অনুদান ও সংবর্ধনায় ইসির নিষেধাজ্ঞা

ভোটে বিএনসিসি ক্যাডেট মোতায়েনে যাচাই করা হবে রাজনৈতিক সংশ্লিষ্টতা

কয়লার অভাবে অনিশ্চিত পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

জাতীয় নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করলো ইসি