হোম > জাতীয়

যে কারণে সচিবালয়ে ‘অবরুদ্ধ’ হন অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার দুপুর আড়াইটার পর তারা সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টা।

সর্বশেষ তথ্য অনুসারে, সন্ধ্যা সোয়া ছয়টায়ও অবরুদ্ধ অবস্থায় আছেন অর্থ উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের গেটে সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হয়ে হাতে হ্যান্ড মাইক নিয়ে তাদের দাবির কথা জানাচ্ছেন। তারা একে একে সব কর্মীদের জড়ো করতে বিভিন্ন স্লোগান এবং দাবি পুনর্ব্যক্ত করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয়ের গেটে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

মন্ত্রণালয়ের তিন নম্বর ফ্লোরে জড়ো হওয়া কর্মকর্তারা বলেন, আমাদের জন্য জিও (সরকারি আদেশ) না করে সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। আমরা জানতে পেরেছি, সচিব সাহেব বের হওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু আমাদের দাবি আজই না মানলে কোনোভাবেই তাকে বের হতে দেওয়া হবে না। এমনকি পুলিশ প্রটেকশন (সুরক্ষা) নিয়েও তারা বের হতে পারবেন না।

আন্দোলনকারীরা আরও জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়েও সরকার তা কার্যকর করেনি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছেন।

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে

নরসিংদীতে চাঁদার জন্য সাংবাদিকদের পিকনিক বাসে হামলা, আহত ১০

স্বর্ণের দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ, ভরিতে বাড়ল কত?

৩৮১৮ গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব প্রকাশ হলে ভোটের পর ব্যবস্থা: ইসি

মহেশখালীকে জ্বালানি ও লজিস্টিকস হাবে রূপান্তরে ৫ বছরের রোডম্যাপ

হবু শ্বশুরবাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

চানখারপুল হত্যা মামলার রায় প্রত্যাখ্যান করে ১০১ সংগঠনের বিবৃতি

ভারত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক: অনিরুদ্ধ দাস

ঋণখেলাপি, দ্বৈত নাগরিক ইস্যুতে জুলাই ঐক্যের মার্চ টু ইলকেশন কমিশন মঙ্গলবার