হোম > জাতীয়

জাতীয় নির্বাচন সামনে রেখে আনসার-ভিডিপিতে বড় রদবদল

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় আকারের প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তা ও কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য ৪৭ জন জেলা কমান্ডেন্ট এবং ১৬২ জন উপজেলা কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে একটি দক্ষ, আধুনিক ও জনবান্ধব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে বাহিনী সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই নির্বাচনী দায়িত্বে মোতায়েন সদস্যদের যাচাই তালিকা হালনাগাদ, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য সংযোজন, নির্বাচনী মহড়া ও বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা জরুরি বিবেচনায় আনসার-ভিডিপি সদস্যদের আচরণগত উন্নয়ন, কার্যকরী সক্ষমতা বৃদ্ধি ও ভোটকেন্দ্রে পেশাদারিত্ব বজায় রাখতে নিবিড় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্য যেন সততা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা প্রদর্শন করেন।

প্রস্তুতির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে এবং সকল মোতায়েন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের স্থানগুলোতে যোগদানের পর বাহিনী প্রধান কর্তৃক ইস্যুকৃত নির্দেশনা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নির্বাচনকালে প্রতিটি সদস্যকে শতভাগ নিরপেক্ষ ও পেশাদার আচরণ বজায় রাখার কঠোর নির্দেশ দেয়া হবে। এই পুনর্বিন্যাসের মাধ্যমে বিভিন্ন জেলার নিরাপত্তা চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদের সমন্বয় ঘটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

কীভাবে গুলিবিদ্ধ হলেন হাদি, জানাল ডিএমপি

চাঁদাবাজদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অভ্যুত্থান শুরু হবে

যেভাবে গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি

স্ত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল হাদিকে

সুষ্ঠু নির্বাচন সবচেয়ে বেশি নির্ভর করবে রাজনৈতিক দলের ওপর

গুলিবিদ্ধ হাদিকে নেওয়া হলো ঢামেকে

৩০ ডিআইজিসহ পুলিশের ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি

নির্বাচন ব্যাহত করতে ফ্যাসিবাদের ফন্দি

গায়ে হলুদ অনুষ্ঠান থেকে বাসায় ফেরা হলো না বিশ্ববিদ্যালয় দুই শিক্ষার্থীর