আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় আকারের প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তা ও কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য ৪৭ জন জেলা কমান্ডেন্ট এবং ১৬২ জন উপজেলা কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে একটি দক্ষ, আধুনিক ও জনবান্ধব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে বাহিনী সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই নির্বাচনী দায়িত্বে মোতায়েন সদস্যদের যাচাই তালিকা হালনাগাদ, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য সংযোজন, নির্বাচনী মহড়া ও বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা জরুরি বিবেচনায় আনসার-ভিডিপি সদস্যদের আচরণগত উন্নয়ন, কার্যকরী সক্ষমতা বৃদ্ধি ও ভোটকেন্দ্রে পেশাদারিত্ব বজায় রাখতে নিবিড় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্য যেন সততা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা প্রদর্শন করেন।
প্রস্তুতির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে এবং সকল মোতায়েন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের স্থানগুলোতে যোগদানের পর বাহিনী প্রধান কর্তৃক ইস্যুকৃত নির্দেশনা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নির্বাচনকালে প্রতিটি সদস্যকে শতভাগ নিরপেক্ষ ও পেশাদার আচরণ বজায় রাখার কঠোর নির্দেশ দেয়া হবে। এই পুনর্বিন্যাসের মাধ্যমে বিভিন্ন জেলার নিরাপত্তা চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদের সমন্বয় ঘটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।