সকল সম্পদের হিসাব ও কূটনীতিক পাসপোর্ট জমা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ইতোমধ্যে তিনি তার সম্পদের হিসাব জমা দিয়েছেন। একইসঙ্গে দিয়েছেন কূটনীতিক পাসপোর্টও জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমি নির্বাচন করবো, এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করবো, কোন দল থেকে করবো, সেটা পরবর্তী বিশ্লেষণ।’