যোগ দেবেন ৮৫ দেশের ২০০ আলোচক, ৩০০ প্রতিনিধি
আগামীকাল শনিবার ঢাকায় শুরু হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৫’। চতুর্থবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলনে ৮৫টি দেশের ২০০ জন আলোচক, ৩০০ জন প্রতিনিধি (ডেলিগেট) এবং এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সম্মেলনটি আগামী ২২ থেকে ২৪ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা ঘোষণা করে এসব তথ্য জানান।
জিল্লুর রহমান জানান, এবারের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সম্মেলনে অংশ নেবেন ৮৫টি দেশের ২০০ জন আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী। অতিথিদের তালিকায় থাকছেন সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
এ সময় তিনি বলেন, বিওবিসি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ট্র্যাক–২ ডিপ্লোম্যাসি প্ল্যাটফর্ম, যেখানে পরিবর্তনশীল বিশ্বরাজনীতিকে বিশ্লেষণ করা হয়। এ বছর সম্মেলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা, আঞ্চলিক বাস্তবতা, জোট ও অংশীদারিত্বের পরিবর্তন, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি ও অভিবাসনসহ বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিজিএস-এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী, পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস, চিফ অব স্টাফ দীপাঞ্জলী রায়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এসআর