হোম > জাতীয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে ফের সায়েন্সল্যাব ব্লকেড

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে ফের দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তারা এই মোড় অবরোধ করেন।

এ সময় ‘উই ওয়ান্ট অরডিন্যান্স; জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালাও একসাথে; শিক্ষা নিয়ে তালবাহানা চলবে না, চলবে না; শিক্ষা না সিন্ডিকেট? শিক্ষা, শিক্ষা’—ইত্যাদি স্লোগান দেন তারা।

অবরোধে অংশ নেওয়া ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর বলেন, প্রায় দেড় বছর পার হলেও আমরা এখনো অধ্যাদেশ পাইনি। আমাদের পরিচয় দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নেই। সরকার অধ্যাদেশ নিয়ে তালবাহানা শুরু করেছে। আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু বাস্তবায়ন করছে না। সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্রুত অধ্যাদেশ প্রয়োজন। আমরা সাধারণ মানুষকে আর ভোগান্তিতে ফেলতে চাই না।

বাংলা বিভাগের শিক্ষার্থী সবুজ হোসেন বলেন, আমাদের অধ্যাদেশ দিলেই আমরা রাস্তা থেকে সরে যাব। আমরা সাধারণ মানুষের কষ্ট দিতে চাই না। আমরা নিজেরাও আর ভোগান্তির মধ্যে পড়তে চাই না। আমাদের বলা হয়েছিল ১৫ জানুয়ারির মধ্যে অধ্যাদেশ দেওয়া হবে। কিন্তু এখনো সরকার অধ্যাদেশ জারি করেনি। আমাদের নিয়ে তালবাহানা শুরু করেছে সরকার। এ থেকে পরিত্রাণ চাই আমরা। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ না দেওয়া হবে, আমরা রাস্তা ছাড়ব না।

এদিকে গতকাল (১৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে রাজধানীর তাতীবাজার মোড় ও টেকনিক্যাল মোড়ও অবরোধ করা হয়। এর ফলে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

উল্লেখ্য, সরকারি সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন

ভেনামি চিংড়ি চাষে পোনা আমাদানির অনুমোদন স্থগিত

জবাবদিহির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ নতুন মার্কিন রাষ্ট্রদূতের

মার্কিন ভিসা বাতিল নিয়ে কর্মকৌশল বের করবে সরকার: পরিবেশ উপদেষ্টা

পে-কমিশন থেকে সরে দাঁড়ালেন মাকছুদুর রহমান

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৯

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল