হোম > জাতীয়

প্রবাসী ভোটার নিবন্ধন ৫ লাখ ছাড়াল

স্টাফ রিপোর্টার

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন পাঁচ লাখ ছাড়িয়েছে। নিবন্ধন শুরু হওয়ার ৩২তম দিনে আগের মতো এগিয়ে আছে সৌদি আরবের প্রবাসীরা। সৌদি আরব থেকে ১ লাখ ২৭ হাজার ৮১২ জন নিবন্ধন করেছেন।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার পর নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, এদিন সন্ধ্যা পর্যন্ত ৫ লাখ ১১ হাজার ৫৭১ জন প্রবাসী নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ৮০ হাজার ৪০৪ জন পুরুষ ভোটার এবং ৩১ হাজার ৮৮ জন নারী ভোটার। অনুমোদনের অপেক্ষায় আছেন ১৩ হাজার ৬৪৩ জন।

‎গত ১৮ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

‎এদিকে তফসিল ঘোষণার পর দেশের ভেতরে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। এক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা নিবন্ধন করছেন। ইতোমধ্যে চাকরিজীবী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪৫৮। তাদের মধ্যে ৫৭ হাজার ৩৩২ জন পুরুষ এবং নারী ২ হাজার ১২৬ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৭ হাজার ৩৬ জন।

‎যে সব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

‎ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

হাদির হত্যা দেশ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর চক্রান্ত

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলায় ডিআরইউ’র নিন্দা

ঢাকাসহ সারা দেশে গ্রেপ্তার ৫১

হাদির মৃত্যু: কারণ অনুসন্ধানে তদন্তের আহ্বান জাতিসংঘের

হাদিকে নিয়ে আলজাজিরার প্রতিবেদনে যা বলা হলো

ঢাকায় উদীচীর কার্যালয়ে আগুন

শহীদ ওসমান হাদি হত্যায় সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ ও প্রতিবাদ

দুই পত্রিকা অফিসে হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির লাশ

নিউ এজ সম্পাদক নূরুল কবীর হেনস্তার শিকার