হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির প্রথম সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাক্ষাৎটি ছিল ‘ওয়ান টু ওয়ান’ বা একান্ত বৈঠক। ফলে তাদের মধ্যে আলোচনার বিষয়ে কিছু জানা যায়নি। তবে স্বাভাবিকভাবেই এই বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়।

প্রসঙ্গত, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনগুলো দেওয়ার দাবি জানিয়ে আসছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এই একান্ত বৈঠক হলো।

গেলো বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সময়ের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছিলেন কাজী হাবিবুল আউয়াল। তিনি পদত্যাগ করার পর ওই পদে নিয়োগ পান এ এম এম নাসির উদ্দীন। প্রধান উপদেষ্টার সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ।

বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি

দুর্নীতিকে অগ্রহণযোগ্য করতে নাগরিকদের সক্রিয় ভূ‌মিকা রাখতে হবে

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে সম্মাননা পেলেন ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এক দিনে ১৮ মামলায় জরিমানা এক লাখ ৭০ হাজার টাকা

ভোটের ছুটিতে কী করা যাবে, কী করা যাবে না

দেশজুড়ে সপ্তাহব্যাপী যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫০৪

পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা

গণভোট নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

ফের বাড়তে পারে শীতের তীব্রতা

আগামী সপ্তাহে টানা ৪ দিনের ছুটির সুযোগ