দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে রোববার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আরও শক্তি সঞ্চয় করে রোববার রাত ৯টার দিকেই ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে।
রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড় মন্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।
এই আবহাওয়াবিদ আমার দেশকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এরইমধ্যে ঘণীভূত হয়ে গভীরনিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে রোববার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এরপর মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। বাংলাদেশের, বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে ও উপকূলীয় এর প্রভাবে টানা ২-৩দিন বৃষ্টি থাকতে পারে। আগামী মঙ্গলবার থেকেই হালকা বৃষ্টি শুরু হলেও বুধবার থেকে শুক্রবার নাগাদ বৃষ্টি থাকতে পারে।
এই ঘুর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মন্থা’। নামটি দিয়েছে থাইল্যান্ড। এই সিস্টেম পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে। এ অঞ্চলে সাধারণত এপ্রিল-মে এবং অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণিঝড় হয়ে থাকে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এটিকে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’বলে উল্লেখ করে বলেন, চলতি বছরে বঙ্গোপসাগরে কোনো ঘুর্ণিঝড় সৃষ্টি হয়নি। সর্বশেষ গত বছরের মে মাসে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে।
ভারতের আবহাওয়া দপ্তর বলছে, শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’ ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। সিভিয়ার সাইক্লোন ‘মন্থা’-র ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর প্রভাবে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।
ঝড়টি প্রথমে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় আঘাত হানতে পারে। তবে দিক পরিবর্তন করলে পশ্চিমবঙ্গের কলকাতা উপকূল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও এর প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়কে ঘিরে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে। এরই মধ্যে গতকাল থেকে আকাশ মেঘলা রয়েছে।