হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জলদস্যুতার’ অভিযোগ ভেনেজুয়েলার

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক জলদস্যুতার’ অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে গুরুতর অপরাধ আখ্যা দিয়ে বিষয়টি জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে তোলার ঘোষণা দিয়েছে কারাকাস। খবর আল জাজিরার।

দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে বলেছেন, ভেনেজুয়েলার আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সামরিক বাহিনী তেল পরিবহনকারী জাহাজ চুরি এবং অপহরণ করেছে। পাশাপাশি তার ক্রুদেরও আটক করেছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের নিন্দা জানাচ্ছে কারাকাস।’

বিবৃতিতে বলা হয়, এসব কর্মকাণ্ডে শাস্তি পেতেই হবে। এই গুরুতর ঘটনার জন্য দায়ীদের তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব আইন ও ইতিহাসের কাছে দিতে হবে।’

তিনি প্রতিশ্রুতি দেন, ভেনেজুয়েলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, অন্যান্য বহুপক্ষীয় সংস্থা এবং আন্তর্জাতিক মহলের কাছে অভিযোগ দায়েরসহ সংশ্লিষ্ট সকল পদক্ষেপ গ্রহণ করবে।

এরআগে, মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ট্যাঙ্কার জব্দের কথা নিশ্চিত করেন। মার্কিন কোস্টগার্ড পেন্টাগনের সহায়তায় এটি আটক করা হয়।

এক্সে দেয়া পোস্টে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘এই অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহৃত নিষিদ্ধ তেলের অবৈধ চলাচলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত থাকবে।’

আরএ