হোম > রাজনীতি > এবি পার্টি

‘ফ্যামিলি কার্ড নয় চাঁদাবাজি-দুর্নীতি থেকে বাঁচার কার্ড দিন’

ফেনী নির্বাচনি জনসমাবেশে মজিবুর রহমান মঞ্জু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার একটা কার্ড দেন। যেন চাঁদাবাজ আসলে পকেট থেকে বের করে দেখাতে পারি—তারেক জিয়ার একটা কার্ড আছে।’

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, ‘গুম, খুন, ইভটিজিং ও নারী নির্যাতন থেকে বাঁচতে একটা কার্ড দেন। এতে সকলে খুশি হবে। আমরা ক্ষমতাসীনদের কাছ থেকে নিরাপত্তার কার্ড চাই।’ তিনি আরো বলেন, চাঁদাবাজি, জুলুম ও দুর্নীতি থেকে বাঁচার জন্য যদি কোনো কার্ড চালু করা হয়, তাহলে তিনি নিজেও ধানের শীষে ভোট দেওয়ার চিন্তা করতেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, বয়স্কভাতা—এসব রাষ্ট্রের দায়িত্ব। এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করে মঞ্জু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত শেখ হাসিনাকে সকাল-বিকাল বদ্ দুয়া দেওয়া। কারণ তিনি নেতাকর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদ ভুলে যেতে হবে। দিল্লিতে বসে হুমকি দিচ্ছেন, ষড়যন্ত্র করছেন। একবার হেলিকপ্টারে দিল্লি পালিয়ে গেছেন, কিন্তু দ্বিতীয়বার সেই সুযোগ পাবেন না।’

বিএনপিকে উদ্দেশ্য করে মঞ্জু বলেন, জুলাইয়ে সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছে। এখনও রক্তের দাগ শুকায়নি, অনেক লাশের পরিচয়ও শনাক্ত হয়নি। এর মধ্যেই একটি বড় দল নির্বাচন চেয়ে বসেছে বলে অভিযোগ করেন তিনি। মঞ্জুর ভাষ্য, তারা বলেছিলেন—আরো কিছু সময় দিয়ে শহীদদের হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে হবে, যাতে দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

তিনি আরো বলেন, নির্বাচন শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। এছাড়া দলীয় নেতাকর্মীদের বহিষ্কার ও পরে তা প্রত্যাহারের ঘটনায় হতাশা প্রকাশ করেন তিনি।

মঞ্জু বলেন, এবারের নির্বাচনে জনগণ তাদের পক্ষে রায় দিলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা উন্নয়ন কাজে গুরুত্ব দেওয়া হবে। তিনি দাবি করেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তারা নতুন রাজনীতির পথ তৈরি করতে চান। পুরোনো রাজনীতির কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।