হোম > রাজনীতি

চাঁদপুরে কোরআন তালিমে যুবদলের হামলায় মহিলা জামায়াতের নিন্দা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে মহিলা জামায়াতের কোরআন তালিম অনুষ্ঠানে যুবদলকর্মীরা হামলা চালিয়েছে। ওই হামলার ঘটনায় সোমবার বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা।

বিবৃতিতে তিনি বলেন, গত রোববার বিকালে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে রাড়িগো ফুলের কাছের খান বাড়িতে জামায়াতের মহিলা বিভাগের নিয়মিত কোরআন তালিম চলছিল। তালিম চলাকালে যুবদলকর্মীরা হামলার ঘটনা ঘটায়।

বিবৃতিতে বলা হয়, ওইদিন তালিম চলাকালে স্থানীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আছলামের নেতৃত্বে একদল যুবক বাড়িতে প্রবেশের চেষ্টা করে। পর্দানশীল মা-বোনেরা তাদের বাধা দিলে অশালীন ভাষায় গালাগালি শুরু করে এবং উপস্থিত মহিলাদের ভিডিও ধারণের চেষ্টা করে। এক পর্যায়ে তারা দরজায় ধাক্কাধাক্কি ও লাথি মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরবর্তীতে মহিলাদের প্রতিবাদের মুখে তারা স্থান ত্যাগ করে।

অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই নব্য স্বৈরাচারী ও সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। পর্দানশীল মা-বোনদের কোরআন তালিমে হামলা করা এক ঘৃণ্য ও নিন্দনীয় কাজ।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুবদলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এটা হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

‘বিজয়ী হলে অভিভাবক হিসেবে রাখব, পরাজয় হলে তাকে সহযোগিতা করব’

একা নির্বাচন করবো না, সবদিক বিবেচনা করেই চূড়ান্ত তালিকা

ছবিতে বিএনপির মনোনয়নপ্রাপ্তরা

মাঠ আর আগের মতো নেই, ইকুয়েশন এবার মিলবে না

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

পাটওয়ারী-জারার নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট কমিটি

বিএনপির খালি রাখা ৬৩ আসনে যারা অগ্রাধিকার পেতে পারেন

জাতীয় স্বার্থে আলোচনায় বসে সমস্যার সমাধানের প্রত্যাশা জামায়াত আমিরের