হোম > রাজনীতি

বিদেশি প্রতিনিধিরা তারেক রহমানকে কোথায় সমবেদনা জানাবেন, যা জানা গেল

আমার দেশ অনলাইন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিধিনিরা আজ বাংলাদেশে আসছেন। এর মধ্যে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডুয়েন ডিঙ্গেল রয়েছেন।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে—বুধবার জানাজার আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিশ্বনেতাদের। দেশে নামার পরে তারা সংসদ প্লাজায় যাবেন। সেখানে তারেক রহমানকে সমবেদনা জানাবেন। সরকারের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন।

এদিকে খালেদা জিয়ার লাশ রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে জানাজাস্থলের দিকে নেওয়া হচ্ছে। বুধবার বেলা ১১টার দিকে রওনা দেয়।

এর আগে বুধবার সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত এভার কেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় লাশবাহী গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করে।

ভিডিওতে দেখা যায়, মায়ের মরদেহ গাড়ির পাশে একটি চেয়ারে বসে কুরআন তেলওয়াত ও দোয়া পড়ছেন ছেলে তারেক রহমান। এই বাসাতেই খালেদা জিয়াকে শেষবারের মতো দেখেন পরিবার, আত্মীয় স্বজন ও দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

মায়ের জন্য দোয়া চাইলেন ছেলে

খালেদা জিয়াকে বিদায় জানাতে এলেন ছোট্ট শিশু লামিয়া

জানাজাস্থলে খালেদা জিয়ার লাশ: সংসদের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকা জনসমুদ্র

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত

জানাজাস্থলে মাকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান

জয়শঙ্করের সঙ্গে যেখানে দেখা হবে তারেক রহমানের

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বাসায় নিথর দেহে মা খালেদা জিয়া, কুরআন পড়ছেন ছেলে