হোম > রাজনীতি

জরিপ নিয়ে সতর্ক থাকার আহ্বান আখতার হোসেনের

স্টাফ রিপোর্টার

জরিপ নিয়ে দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এসব জরিপ দিয়ে দেশের মানুষকে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে দূরে সরানোর চেষ্টা চলছে।

মঙ্গলবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির ‘জাতীয় প্রতিনিধি সম্মেলনে’ তিনি এ কথা বলেন।

আখতার হোসেন অভিযোগ করে বলেন, আমরা খুব স্পষ্ট করে বলি- ক্ষমতা কারা পাবে না পাবে এইসব জরিপ করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেখান থেকে দূরে সরে যাওয়ার যে প্রচেষ্টা চলছে সে প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে।

সংস্কার নিয়ে কথা না বলে বিএনপি জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত মন্তব্য করে এনসিপির সদস্য সচিব বলেন, আমরা খেয়াল করে দেখছি যে বাংলাদেশের মানুষ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা ২৪ এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, যারা শাহাদাৎবরণ করেছে তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ গড়তে চেয়েছিল সেই সংস্কারের কথা বিএনপি জামাত কোন দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন কিভাবে ক্ষমতায় আসবেন শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ সেই ধরনের আয়োজন গুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন।

তিনি বলেন, যদি নতুন বাংলাদেশের যে স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাহলে যারা সংস্কারের পক্ষে কথা বলছে, যারা বিভাজনের রাজনীতির যে বাইনারি সেই বাইনারীতে না গিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে মর্যাদাবান করে তোলার রাজনীতি করছে, উপস্থাপন করছে সেই রাজনীতির সঙ্গেই বাংলাদেশের জনগণকে থাকতে হবে।

আখতার বলেন, এখনো পর্যন্ত বাংলাদেশের যে রাজনীতি সে রাজনীতিতে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কিছু ব্যক্তিবর্গ তারাই বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে রেখে বাংলাদেশের মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না: জামায়াত আমির

ফ্যামিলি কার্ড নিয়ে যে যাই বলুক কিছু যায় আসে না: তারেক রহমান

বাংলাদেশের নির্বাচন নিয়ে হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্যের প্রতিবাদ জামায়াতের

কুমিল্লায় এসে আপনাদের নিয়ে খাল খনন শুরু করব: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই উদ্বোধন

মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে কাজ করতে চান বিএনপি প্রার্থী নয়ন

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেবে বিএনপি

জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আ. লীগ ও নৌকাকে দাফন করেছে হাসিনা: সালাহউদ্দিন আহমদ

তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে গিয়ে জামাতে ফজর আদায় করবেন