হোম > রাজনীতি

জামায়াতের কাজে পতিত ফ্যাসিস্ট উৎসাহিত হবে

ছাত্রদলের আলোচনা সভায় সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার

নির্বাচনের আগে গণভোটের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজপথের আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সুবিধা পাবে বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আপনারা (জামায়াত) যা শুরু করেছেন তাতে পতিত ফ্যাসিস্ট উৎসাহিত হবে। এর মাধ্যমে উৎসাহিত হবে বাংলাদেশের অন্য যেকোনো রকমের অগণতান্ত্রিক শক্তি।’

শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (কাকরাইল) ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জামায়াতের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা খেতে পারবেন না বলে বাড়া ভাতে ছাই ছিটিয়ে দেবেন- সেটা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না; সেই সুযোগ তারা দেবে না। সুতরাং আপনারা ঋণ করে ঘি খেতে চান- খান। কিন্তু আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দান অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না।’

অন্তর্বর্তী সরকার রেফারির ভূমিকায় থেকে হাত দিয়ে গোল দিয়েছে মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, ‘সরকারের উদ্দেশে একটা কথা বলতে চাই- আপানারা কোনো নির্বাচিত সরকার না, সেটা আপনারা যেন সবসময় মনে রাখেন। আপনাদের এ রকম কোনো এখতিয়ার নাই যে, আমাদের ডিকটেট করার যে, সাত দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেন নইলে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। এত শক্তি প্রদর্শন আপনাদের জন্য মানায় না। তিনি বলেন, আপনাদের সীমারেখা হচ্ছে আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন করবেন।

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘শেষবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই- আগামী ফ্রেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য- ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন। অবশ্য আপনাদের সরকারের আর কোনো আহ্বানের প্রয়োজন নেই। কারণ, নির্বাচন কমিশনকে যে নির্দেশনা আপনারা দিয়েছেন সে হিসেবে কমিশন বলেছে, আনুমানিক দুই মাস সময় হাতে রেখে তারা তফসিল ঘোষণা করবেন। সেই তফসিল অনুযায়ী আমরা নির্বাচনে অংশ নেব।’

গণভোট প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, ‘গণভোট একই দিনে হতে হবে- এর কোনো বিকল্প নেই। যেখানে ফলাফল একই হবে সেখানে এর আগে একটা বিশাল আয়োজন অগ্রহণযোগ্য, অযৌক্তিক। শুধু জাতীয় ঐক্যের স্বার্থে জনসম্মতি নেওয়ার জন্য এই গণভোটের প্রস্তাব করেছিলাম। অবশ্যই সেই গণভোটটা জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের সভপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক, রাজু আহামেদ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, শাখার ১ নম্বর সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক প্রমুখ।

ক্ষমতায় যাওয়ার জন্য কেউ তাড়াহুড়ো করবেন না: মামুনুল হক

বিএনপির সঙ্গে কাজ করার আশ্বাস জুলাই শহীদ পরিবারের সদস্যদের

তরুণরা সজাগ থাকলে আর কোনো শাসক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না

জামায়াত ক্ষমতায় গেলে নাগরিকরা সমানভাবে বিবেচিত হবে: ড. হেলাল উদ্দিন

হিন্দু -মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

দাবি না মানলে মঙ্গলবার জনসভা থেকে কঠোর কর্মসূচি

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি

বিএনপি থেকে পাঁচ শতাংশ মনোনয়ন দাবি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের

লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হবে তামাশার: মাসুদ

গণভোটের দাবি উপেক্ষা করলে নির্বাচন সংকটে পড়তে পারে