হোম > রাজনীতি

শুক্রবার জামায়াত আমিরের শপথ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার দুই দিনব্যাপী বার্ষিক অধিবেশন শুরু হবে শুক্রবার। রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিতব্য অধিবেশনের উদ্বোধন হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

উদ্বোধনী অধিবেশনে জামায়াতে ইসলামীর নব নির্বাচিত আমির ডা. শফিকুর রহমান ২০২৬–২০২৮ মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন।

শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার নির্বাচিত সদস্য/কেন্দ্রীয় কর্মপরিষদ/ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করবেন নতুন আমির।

এর আগে রুকনদের ভোটের ফলাফলের ভিত্তিতে গত ১ নভেম্বর ডা. শফিকুর রজমানকে নতুন আমির হিসেবে ঘোষণা দেয় জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। টানা তৃতীয়বারের মত আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

‘দুর্নীতিবাজদের পেটে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে’

নির্বাচনের আগে কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে: হাসনাত

উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট চাইলেন আবদুল আউয়াল মিন্টু

কাল যে ৩ জেলায় প্রচার চালাবেন তারেক রহমান

কুষ্টিয়ায় মরহুম জেলা আমিরের পরিবারের খোঁজ নিলেন ডা. শফিকুর রহমান

নির্বাচনি প্রচারে গিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর কোলাকুলি

নির্বাচনি প্রচার শুরুর পর গুগল সার্চে কোন দল এগিয়ে

নারী কর্মীদের প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় না: জামায়াত

তিনবার আল্লাহর কসম বলে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির