চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়েই ভোটের মাঠে নামছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে নবীণ এ দলটি অনেক সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।
এদিকে কুমিল্লা-১০ আসন থেকে লড়বেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। ইতোমধ্যে এই আসনের জামায়াত ও বিএনপি প্রার্থীসহ সব প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপির এই নেতা। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি অভিনন্দন জানান।
পোস্টে শিশির লেখেন—কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের জামায়াত ও বিএনপি প্রার্থীসহ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা।গণতন্ত্রের সৌন্দর্য সবার অংশগ্রহণে, ভিন্নমতের সম্মানে। আমরা সবাই চাই—জনগণ যেন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
তিনি আরো লেখেন—আমাদের আসনে এবার একটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে—যেখানে জয় হবে জনগণেরই, ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন—যেন সততার পথে, মানুষের পাশে থেকে, ন্যায়ের পক্ষে কাজ চালিয়ে যেতে পারি।
এদিকে রংপুর ৪ থেকে লড়বেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এছাড়া ঢাকা-৯ আসন থেকে লড়বেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নামবেন কুমিল্লা-৪ আসন থেকে। আর হান্নান মাসউদকে দেখা যাবে নোয়াখালী-৬ সংসদীয় আসনে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন ঢাকা-১৪ আসন থেকে।
চলতি সপ্তাহেই এনসিপি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় চূড়ান্ত প্রার্থী তালিকা আনিুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।