হোম > রাজনীতি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি

বিবৃতিতে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি।

শুক্রবার এক শোক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ রূপ হলো ভূমিকম্প। আজ সকালে বাংলাদেশে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জীবনহানিসহ জানমালের মারাত্মক ক্ষতি হয়।

মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক ও সহমর্মিতা জানান। এ বিপদের সময় তারা যেন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন সেজন্য তিনি মহান আল্লাহর কাছে মোনাজাত করেন। পাশাপাশি এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি থাকবে বলেও জানান তিনি।

শোক বিবৃতিতে মির্জা ফখরুল নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

জামায়াত ক্ষমতায় গেলে সব ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র হবে

ভূমিকম্পে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের গভীর শোক

মোহাম্মদপুরে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় শীতবস্ত্র বিতরণ

মাওলানা ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি

ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক

বিশ্ববিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন অবিলম্বে পুনর্নির্মাণের দাবি খেলাফত ছাত্র মজলিসের

ঢাকা সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া

সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিতে বের হয়েছেন খালেদা জিয়া

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির