এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় সামান্য বিলম্ব ঘটতে পারে। খালেদা জিয়ার জন্য পাঠানো কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ‘টেকনিক্যাল সমস্যা’ দেখা দেওয়ায় এর আগমনে দেরি হতে পারে বলে জানা গেছে।
এদিকে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাত্রা করা জুবাইদা রহমান শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আমার দেশকে জানান।
ঢাকায় পৌঁছে তিনি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সেই শাশুড়ি বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরে যাবেন। সবকিছু মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল ১০টার পর সময় লাগতে পারে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
বিএনপি সূত্র বলছে, জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পরই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। সেক্ষেত্রে রওনা দিতে সকাল থেকে কয়েক ঘণ্টা গড়িয়ে যেতে পারে।