হোম > রাজনীতি

জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ: আখতার হোসেন

স্টাফ রিপোর্টার

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ। জাপার ভোটে  অংশ নেয়া মানে আওয়ামী লীগের অংশ নেয়া। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের কেউ যেন অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই দাবি করেন ।

আখতার বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। কোন দলের নিজস্ব স্বার্থের জন্য যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে আমরা সরকারকে বলব সেই দলের সাথে কথা বলে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।  কিন্তু আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা বানিয়েছে সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় নাই। জাতীয় পার্টি নির্বাচনে আসা মানে আওয়ামী লীগ নির্বাচনে আসা।

জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। সুতরাং জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির যেসব নেতারা আওয়ামিলীগকে নির্বাচনে নিয়ে আসার কথা বলছে, তাদেরকে গ্রেফতার করতে হবে।

জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তরণের আর কোনো উপায় নেই উল্লেখ করে আখতার বলেন, বাংলাদেশের সব দলই জুলাই সনদের আইনি ভিত্তি চায়। কোন জায়গায় বাধা তা আমাদের খুঁজে বের করতে হবে।

সেবামূলক প্রতিষ্ঠানকে নির্বাচনি দায়িত্ব না দিতে বিএনপির আহ্বান অযৌক্তিক

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষিকাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মোবারক হোসাইন

সচিবালয় এখন সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও গুণ্ডামির আস্তানা: হাসনাত

পাঁচ দাবিতে সারা দেশে আট দলের বিক্ষোভ কাল

ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে : নুর

ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের পথ তৈরি হবে: সালাহউদ্দিন আহমদ

ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: গোলাম পরওয়ার

আরপিও সংশোধনীর বিরোধিতা করে সিইসিকে চিঠি বিএনপির

স্বতন্ত্র না দলে যোগ দিয়ে নির্বাচনে যাবেন মাহফুজ, জানালেন তার ভাই মাহবুব

ওমরাহ করে দেশে ফিরছেন তারেক রহমান